Home » ডুবোজাহাজ কেআরআই নাঙ্গালা ৪০২ সম্পর্কে যা জানা যাচ্ছে

ডুবোজাহাজ কেআরআই নাঙ্গালা ৪০২ সম্পর্কে যা জানা যাচ্ছে

ইন্দোনেশিয়ার বুধবার নিখোঁজ হয়ে যাওয়া নৌবাহিনীর সাবমেরিনটি ডুবে গেছে বলে ঘোষণা করেছে সেদেশের সামরিক বাহিনী।

এসময় ডুবোজাহাজটিতে ৫৩ জন ক্রু ছিল।

জাহাজটির সন্ধানে যারা উদ্ধার তৎপরতা পরিচালনা করছিল তারা ওই জাহাজের কিছু জিনিসপত্র পেয়েছে এবং তা থেকেই ধারণা করা হচ্ছে যে সাবমেরিনটি ডুবে গেছে।
স্ক্যান থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সাবমেরিনটি সমুদ্রের সাড়ে আটশ মিটার গভীরে নিমজ্জিত অবস্থায় রয়েছে, সচল অবস্থায় এত গভীরে যাওয়ার সক্ষমতা এই সাবমেরিনের নেই।

একটি টর্পেডো মহড়ার অংশ হিসেবে ডুব দেয়ার অনুমতি চাওয়ার পর থেকেই নিখোঁজ সাবমেরিনটি।

এটিতে শনিবার সকাল পর্যন্ত চলার মত অক্সিজেনের মজুদ ছিল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *