Home » মুম্বইয়ে ১৭২ রানের টার্গেট দিল রাজস্থান

মুম্বইয়ে ১৭২ রানের টার্গেট দিল রাজস্থান

নয়াদিল্লি:

ফিরোজ শাহ কোটলার বাইশ গজে রান রয়েছে৷ বৃহস্পতিবারও তার প্রমাণ পাওয়া গেল৷ বৃহস্পতিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ১৭২ রানের টার্গেট রাখল রাজস্থান রয়্যালস৷ আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রয়্যালবাহিনী৷

আর আগের দুটি ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের কাছে হের অনেকটাই পিছিয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স৷ এদিন ফিরোশ শাহ কোটলায় প্রথম খেলতে নামে রোহিত অ্যান্ড কোং৷ প্রথম পাঁচটি ম্যাচই মুম্বই খেলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে৷ কোটলায় এদিন টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মুম্বই ক্যাপ্টেন রোহিত শর্মা৷

প্রথমে ব্যাটিং করে শুরুটা দারুণ করে রাজস্থান রয়্যালস৷ দুই ওপেনার যস্বশী জসওয়াল ও জোস বাটলার ওপেনিং জুটিতে ৭.৪ ওভারে ৬৬ রান যোগ করেন রয়্যালকে দারুণ শুরু দেন৷ ৪১ রান করেন আউট হন বাটলার৷ ৩২ বলের ইনিংসে তিনটি ছয় ও তিনটি বাউন্ডারি মারেন তিনি৷ আক্রমণাত্মক ইনিংস খেলে দীপক চাহারের বলে স্টাম্প-আউট হন বাটলার৷

তবে বাটলারের থেকে বেশি আক্রমণাত্মক ছিলেন জসওয়াল৷ মাত্র ২০ বলে ৩২ রান করে চাহারের শিকার হন তিনি৷ দু’টি চার ও দু’টি ছয় মারেন বাঁ-হাতি এই তরুণ ওপেনার৷ তবে প্রথম ম্যাচের পর এদিন ফের চেনা ছন্দে দেখা গেল রয়্যাল ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে৷ তিন নম্বরে নেমে মাত্র ২৭ বলে পাঁচটি বাউন্ডারি-সহ ৪২ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন৷ স্যামসনের দুর্দান্ত ইনিংস শেষ বল ট্রেন্ট বোল্টের বলে৷ চার নম্বরে নেমে রান পান শিভম দুবেও৷ ৩১ বলে দু’টি বাউন্ডারি ও দু’টি ছক্কা-সহ ৩৫ রান করেন শিভম৷ মুম্বই ইন্ডিয়ান্সের দারুণ বোলিং করেন জসপ্রীত বুমরাহ৷ চার ওভারে মাত্র ১৫ রান খরচ করে শিভম দুবকে তুলে নেন তিনি৷

মু্ম্বইয়ের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় রাজস্থান৷ রোহিত শর্মার দল এর আগের দু’টি ম্যাচে দেড়শো রানের গণ্ডি ছুঁতে পারেননি৷ এদিন জিততে না-পারলে হারের হ্যাটট্রিক করবে রোহিত অ্যান্ড কোং

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *