Home » সিলেটে করোনায় আরও ৫জনের প্রাণহানী

সিলেটে করোনায় আরও ৫জনের প্রাণহানী

সিলেটে করোনায় বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৮৫ জন। যার মধ্যে ৪১ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৭ জন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪১ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১৩ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১৩ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৮৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৫২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩০৭ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৭ জন। এরমধ্যে সিলেটের ৯২, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারের আরও ১৫ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ০২১ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৪৬৯ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৮০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৪৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০৮ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৭ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৫ জন মারা গেছেন এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৬ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৭৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *