ওয়াশিংটন:
দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় তরঙ্গ।মারণ ভাইরাসের মোকাবিলায় ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে অন্য সুর হোয়াইট হাউসের চিফ মেডিকেল অফিসার ডাঃ অ্যান্টনি ফাউসির গলায়।তিনি এদিন বলেন, করোন ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে ভারতকে পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ব। তিনি এটাও উল্লেখ করেন যে, ধনী দেশগুলো বিশ্বজুড়ে সমান স্বাস্থ্যসেবা সরবরাহ করতে পারছে না। তারা একেবারেই ব্যর্থ। ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বিশ্বের ধনী দেশগুলোকে এক হাত নেন। ভারতের প্রতি ধনী দেশগুলোর বৈষম্যমূলক আচরণের কথাও বলেন।
ডাঃ অ্যান্টনি ফাউসি বলেন, বিশ্বব্যাপী মহামারী সম্পর্কে দ্রুত পদক্ষেপ গ্রহণের একমাত্র উপায় হ’ল বিশ্বব্যাপী প্রতিক্রিয়া অর্থাৎ পুরো বিশ্বে সাম্য রয়েছে কিনা তা দেখতে হবে।দুর্ভাগ্যক্রমে এটি করা হয়নি।যখন এই ধরণের রোগ দেখা দেয় তখন ধনী দেশ এবং উচ্চ-আয়ের দেশগুলোকে আরও বেশি নেতৃত্ব দিতে হয়।ডাঃ ফাউসি বলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে ভারতকে সহায়তা করার চেষ্টা করছে।তবে আমাদের এর চেয়ে আরও বেশি কিছু করা দরকার।
হোয়াইট হাউসের চিফ মেডিকেল অফিসার বলেছেন যে, আমেরিকা ভারতকে সাহায্য করার কাজ করেছে। ভারতে অক্সিজেন, রেমডেসিভির, পিপিই কিট এবং অন্যান্য জীবনদায়ী ওষুধ পাঠানোর ব্যবস্থা করছে।দ্রুতই ভারতকে সহায়তা করার জন্য ভ্যাকসিনের কাঁচামাল পাঠানো হবে।তিনি আরও বলেন, আমি মনে করি যে ধনী দেশগুলির দায়িত্ব অন্যান্য দেশকে সহায়তা করা।স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যথাসম্ভব সমতা আনতে আমাদের কাজ করা উচিত।বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি প্রয়োজন, যাতে দ্রুত করোনার মতো রোগগুলি সনাক্ত করা যায়।
উল্লেখ্য, স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হলেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১ হাজার ১৮৭ জনে। অ্য়াক্টিভ মামলার সংখ্যা ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯।
নির্বাহী সম্পাদক