নয়াদিল্লি:
কোটিপতি হওয়ার স্বপ্ন সবার থাকে। তবে স্বপ্ন বাস্তবে পরিণত করা খুব একটা সহজ নয়। কম বেতনের মানুষের কাছে এটি স্বপ্নের চেয়ে কম নয়।তবে এবার সেই স্বপ্ন বাস্তব হতে পারে।অনেকেই মনে করে দীর্ঘমেয়াদি কম বিনিয়োগে তেমন একটা সুবিধা পাওয়া যায় না। তবে আপনি কি জানেন যে প্রতিদিন ১৬৭ টাকা বিনিয়োগ করে কোটিপতি হতে পারেন?হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান(Systematic Investment Plan)-এর মাধ্যমে তা হতে পারে।
Systematic Investment Plan-এ দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরামর্শ দেওয়া হয় যাতে বিনিয়োগকারীরা চক্রবৃদ্ধি হরে সুবিধা পেতে পারেন।যদি কোনও বিনিয়োগকারী ১৫ থেকে ২০ বছরের জন্য বিনিয়োগ করে, তবে শেষ মুহুর্তে লাভের হার আরও বেশি থাকে। এরফলে গ্রাহক একটা বড় রিটার্ন পেতে পারে। মিউচুয়াল ফান্ডে SIP শুরু করার পরে, নির্ধারিত সময় পর্যন্ত যে বিনিয়োগ করতে হবে তার কোনো প্রয়োজন নেই।আপনি যখন ইচ্ছে এই বিনিয়োগ বন্ধ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো পেনাল্টি দিতে হবে না।
আপনি যদি প্রতিদিন ১৬৭ টাকা সঞ্চয় করেন তবে প্রতি মাসে সঞ্চয় ৫০০০ টাকা হবে।ভালো মিউচুয়াল ফান্ডের আওতায় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অনুযায়ী আপনাকে গ্রাহককে প্রতি মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করতে হবে। আপনি যদি ১২ শতাংশ সুদের হারে রিটার্ন পান তবে ২৮ বছর পর ১ কোটি ৪০ লক্ষের বেশি আপনি আয় করতে পারবেন। ৩০ বছরে আপনি পেতে পারেন ১ কোটি ৮০ লক্ষ। আর ৩৫ বছর পরে আপনি পেতে পারেন ৩ কোটি ২৪ লক্ষ টাকা।
আপনার বিনিয়োগের দিকে নজর রাখা জরুরি। ছয় মাস ছাড়া আপনি যাচাই করতে থাকুন। আপনার বিনিয়োগে যদি অর্থের পরিমান বাড়তে থাকে তবে আপনি আগে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি কোনও কারণে সন্তুষ্ট না হন তবে আপনার বিনিয়োগটি এই স্কিম থেকে অন্য কোথাও স্থানান্তর করতে পারেন।
আমরা এখন ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিনিয়োগ করা যেতে পারে এমন কিছু স্কিমের কথা বলব –
ICICI Prudential Technology Fund
৫ বছরে ২৬.৩২ শতাংশ হারে রিটার্ন পেতে পারেন। সর্বনিম্ন বিনিয়োগের পরিমান ১০০ টাকা। ২০১৩ সালের ১ জানুয়ারি এই স্কিমটি লঞ্চ হয়েছিল। তখন ২২.৪৫ শতাংশ সুদের হারে রিটার্ন পাওয়া যেত।
SBI Technology Opportunities Fund
৫ বছরে ২২.৩৩ শতাংশ হারে রিটার্নের সুবিধা। সর্বনিম্ন বিনিয়োগের পরিমান ৫০০ টাকা। ২০১৩ সালের ১ জানুয়ারি এই স্কিমটি লঞ্চ হয়েছিল।তখন ২০.৩১ শতাংশ সুদের হারে রিটার্ন পাওয়া যেত।
SIP এর মাধ্যমে আপনি প্রতি মাসে মিউচুয়াল ফান্ড প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগ মাসে ১০০ টাকাও হতে পারে।আপনার মাসিক আয় কম হলেও আপনি মিউচুয়াল ফান্ডের ভাল স্কিমে বিনিয়োগের সুবিধা নিতে পারেন।এর মাধ্যমে আপনি দীর্ঘ মেয়াদে ভাল রিটার্নও পেতে পারেন।
নির্বাহী সম্পাদক