Home » চোখ রাঙাচ্ছে করোনা: মাছ থেকে সবজি কতটা পকেটসই, দেখুন এক নজরে

চোখ রাঙাচ্ছে করোনা: মাছ থেকে সবজি কতটা পকেটসই, দেখুন এক নজরে

গরমের সবজি হোক কিংবা প্রতিদিনের মাছ সবই মিলছে ঠিকঠাক দামেই। বাজারে গিয়ে খরচ তেমন বেশি কিছু হবে না। সম্প্রতি মাছের দাম বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। তবে ফের তা পকেটসই হয়েছে। এমনটাই জানা যাচ্ছে কলকাতা ও তার সংলগ্ন খুচরো ও পাইকারি থেকে। বাজার যাওয়ার আগে জেনে নিন মঙ্গলবারের পাইকারি ও খুচরো বাজার দর|
জ্যোতি আলু– ১৫ টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু – ১৮-২০ টাকা প্রতিকিলো, পিঁয়াজ– ৫০ টাকা প্রতিকিলো, রসুন – ২০০ টাকা প্রতিকিলো,আদা– ৮০ – ১২০ টাকা প্রতিকিলো,নতুন আদা – ১০০–১৪০ টাকা প্রতিকিলো, পটল– ৩০ -৪০ টাকা প্রতিকিলো, ঢ্যাঁড়শ– ৩০-৪০ টাকা প্রতিকিলো, কুমড়ো– ২০-৩০ টাকা প্রতিকিলো, উচ্ছে– ৫০-৬০ টাকা প্রতিকিলো, ঝিঙে– ৩০-৪০ টাকা প্রতিকিলো, বেগুন – ৩০-৫০ টাকা প্রতিকিলো, টমেটো– ১৫-২০ টাকা প্রতিকিলো, লঙ্কা–৮০-১০০ টাকা প্রতিকিলো, বিট– ৩৫ –৪০ টাকা প্রতিকিলো, গাজর– ৪০ –৫০ টাকা প্রতিকিলো, বাধা কপি– ৫০ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ২৫-৩০ টাকা,বরবটি – ৪০-৫০ টাকা প্রতিকিলো, করলা– ৫০–৬০প্রতিকিলো, লাউ – ১৫–২০টাকা প্রতিকিলো৷ পেপে – ৩০-৪০ টাকা প্রতিকিলো, সিম- ৪০ টাকা প্রতি কিলো। এঁচড় – ৫০ টাকা প্রতি কিলো। মোচা – ১৫-২৫ টাকা প্রতি পিস। ওল – ৪০ টাকা প্রতি কিলো। আম (কাঁচা) – ৩০ টাকা প্রতি কিলো। পাতি লেবু – ৫-৬ টাকা প্রতি পিস।
মাছ: প্রতিকেজি রুই (গোটা) ১৬০-২০০ টাকা। রুই (কাটা) ২০০-২২০ টাকা, কাতলা (গোটা) ২৫০ টাকা, কাতলা (কাটা) ৩০০ টাকা, বাটা-১৬০টাকা, ভেটকি ৩৫০-৪০০ টাকা, গলদা চিংড়ি ৫০০ টাকা, বাগদা ৬০০-৭০০ টাকা,
মাংস: মুরগি –১৬০ টাকা কিলো। পাঁঠা – ৭০০-৭৫০ টাকা প্রতি কিলো
পাইকারি বাজারে- জ্যোতি আলু– ১০-১১ টাকা প্রতিকিলো,নতুন আলু – ১৩ টাকা প্রতিকিলো, পেঁয়াজ- ১৫-২৫ টাকা প্রতিকিলো,আদা – ৫০ টাকা প্রতিকিলো,গাজর – ৫০ প্রতিকিলো, কুমড়ো– ৬-৮ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ১৫-২০ টাকা,বাধা কপি ১৫-২০ টাকা প্রতিকিলো, টমেটো ২০- ৩০ টাকা প্রতিকিলো, বেগুন ১৫-২০ টাকা প্রতিকিলো, বেশি ফলনের জেরে জ্বালানির উর্ধমুখী দাম বাজারে প্রভাব ফেলেনি।  সোমবার পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করেনি ৷ ওই দিন দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ছিল ৯০.৪০ টাকা ৷ ডিজেল ৮০.৭৩ টাকা ৷
এক সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি ৷ সোমবার মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৯৬.৮৩ টাকা, ডিজেলের দাম ছিল ৮৭.৮১ টাকা ৷ কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯০.৬২ টাকা, ডিজেলের দাম ছিল ৮৩.৬১ টাকা ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ছিল ৯২.৪৩ টাকা, ডিজেলের দাম ছিল ৮৫.৭৫ টাকা ছিল ৷
অন্যদিকে, সোমবার নয়ডায় ১ লিটার পেট্রোলের দাম ছিল ৮৮.৭৯ টাকা, ডিজেলের দাম ৮১.১৯ টাকা ৷ বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ৯৩.৪৩ টাকা ৷ ডিজেলর ৮৫.৬০ টাকা ৷ পটনায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৯২.৭৪ টাকা, ডিজেলের দাম ৮৫.৯৭ টাকা ৷ লখনউতে পেট্রোল ৮৮.৭২ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷ ডিজেল৮১.১৩ টাকা ৷

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *