Home » তামান্না হত্যা মামলার প্রধান আসামী “আল মামুন” গ্রেফতার

তামান্না হত্যা মামলার প্রধান আসামী “আল মামুন” গ্রেফতার

সিলেট কোতোয়ালী মডলে থানা পুলিশ র্কতৃক ডিএমপি,ঢাকা কদমতলী থানাধীন মুরাদপুর এলাকা হতে “সৈয়দা তামান্না আক্তার হত্যা মামলার প্রধান আসামী আল মামুন” গ্রেফতার

গত ২২/১১/২০২০ইং তারিখ রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকা হতে ২৩/১১/২০২০ইং সকাল ০৯.৩০ ঘটিকার মধ্যর্বতী সময়ে সৈয়দা তামান্না আক্তার (১৯) পিতা – সৈয়দ ফয়জুল হোসনে মাতা- মোছাঃ হাফিজুন চৌধুরী গ্রাম- ফুলদি, থানা- দক্ষিন সুরমা, জেলা-সিলেটকে ঘটনাস্থল কোতোয়ালী মডলে থানাধীন উত্তর কাজীটুলাস্থ অন্তরঙ্গ-৪/১ (২য় তলা) বাসার ভেতরে বেধরক মারপিট সহ গলায় শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করার পর ভিকটিমের ব্যবহৃত দুই ভরি র্স্বণালংকার সহ অন্যান্য জিনিসপত্র সঙ্গে নিয়ে, বাসা বাহির হতে দরজায় তালাবদ্ধ করে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে ভিকটিমের ভাই সৈয়দ আনোয়ার হোসনে (৩২) বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৮, তাং-২৩/১১/২০২০খ্রিঃ, ধারা-৩০২/৩৮০/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডলে থানার অফিসার ইনর্চাজ জনাব এস এম আবু ফরহাদ এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী র্কমর্কতা এসআই(নিঃ)/মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় অফিসার র্ফোস সহ ডিএমপি,ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৫/০৪/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকায় হত্যা কান্ডের ঘটনায় জড়িত প্রধান আসামী আল মামুন’কে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ

১। আল মামুন (২৮) পিতা- আবুল কাশেম সরদার মাতা- আম্বিয়া বেগম, গ্রাম- চরহোগলা (পাতিয়া চর উত্তর) থানা- বাবুগঞ্জ, জেলা- বরিশাল র্বতমান: গ্রাম- উত্তর কাজীটুলা (অন্তরঙ্গ-৪/১, ২য় তলা) থানা- কোতোয়ালী, জেলা-সিলেট।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *