Home » অবশেষে ইনিংস ঘোষণা শ্রীলঙ্কার

অবশেষে ইনিংস ঘোষণা শ্রীলঙ্কার

ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন কোনও উইকেটই তুলে নিতে পারেনি বাংলাদেশ। বরং তাদের হতাশ করে জুটিবদ্ধ হয়ে খেলেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও করুনারত্নে। অবশেষে পঞ্চম দিন সকালে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন সফরকারী পেসাররা। তবে রেকর্ড জুটি গড়া করুনারত্নে-ধনায়ঞ্জয়াকে ফেরানো গেলেও স্বাগতিকরা লিড পেয়েছে ১০৭ রান। এই সংগ্রহের পর পঞ্চম দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৬৪৮ রান তুলেই প্রথম ইনিংস ঘোষণা করেছে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন তামিম ইকবাল ও সাইফ হাসান।

সকালে ১৫৩.৪ ওভারেই সাফল্যের মুখ দেখেন তাসকিন। ভাঙেন বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের গড়া রেকর্ড ৩৪৫ রানের সর্বোচ্চ জুটি। তাসকিনের ব্যাক অব লেন্থের বল বেশি দেরি করে খেলতে গিয়েছিলেন ডি সিলভা। ফলাফল ইনসাইড এজ হয়ে বল আঘাত হেনেছে স্টাম্পে। ধনাঞ্জয়া ফিরেছেন ১৬৬ রানে। খেলেছেন ২৯১ বল। তাতে ছিল ২২টি চার।

এক ওভার বিরতি দিয়ে ডাবল সেঞ্চুরিয়ান করুনারত্নেকেও ফেরান তাসকিন। তার শর্ট বল পুল করতে গিয়ে নাজমুল শান্তর হাতে তালুবন্দি হন করুনারত্নে। এর ফলে ৪৩৭ বলে ২৪৪ রানে ফিরেছেন লঙ্কান অধিনায়ক। তাতে ছিল ২৬টি চার।

এর পর দ্রুত গতিতে রান তোলার কৌশল নিতে গিয়েই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। লঙ্কানদের আরও জুটি গড়ার আশায় জল ঢেলেছেন পেসার এবাদত হোসেন। নতুন নামা পাথুম নিসাঙ্কাকে গ্লাভসবন্দি করেছেন। এবাদতের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়েছিলেন লঙ্কান এই ব্যাটসম্যান। কিন্তু বাইরের বল খেলতে গিয়ে এজ হয়ে জমা পড়েছেন লিটন দাসের গ্লাভসে। নিসাঙ্কা ফিরেছেন ১২ রানে।

দিকবিলা ও হাসারাঙ্গা মিলে সকালের ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন যদিও। কিন্তু ভুল বোঝাবুঝিতে দিকবিলা রান আউটে ফিরলে ভাঙে এই জুটিও। দিকবিলা ফিরে যান ৩১ রানে।

এর পরেও স্কোরবোর্ডে রান তুলতে সমস্যা হয়নি লঙ্কানদের। লাঞ্চ বিরতির আগে সুরাঙ্গা লাকমাল ও হাসারাঙ্গা মিলে ৬২ রানের জুটি গড়েন। মধ্যাহ্ন ভোজনের একটু আগেই লঙ্কানদের গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙেন তাইজুল। তার ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরেছেন ৪৩ রান করা হাসারাঙ্গা।

বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রানে ঘোষণা করেছে প্রথম ইনিংস। আর শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষে জমা করে ৩ উইকেটে ৫১২ রান। টেস্টের যা অবস্থা, অলৌকিক কিছু না ঘটলে ড্র হচ্ছে ক্যান্ডি টেস্ট।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *