Home » ভারতে করোনা নিয়ে সরকারবিরোধী পোস্ট মুছে দিল টুইটার

ভারতে করোনা নিয়ে সরকারবিরোধী পোস্ট মুছে দিল টুইটার

অনলাইন ডেস্ক :

ভারত সরকারের নির্দেশে ৫০টিরও বেশি পোস্ট মুছে দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এগুলোর বেশিরভাগই ভারত সরকারের করোনা মোকাবিলায় ব্যর্থতা নিয়ে করা। ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মিডিয়ানামার বরাত দিয়ে দ্য হিন্দু এ খবর দিয়েছে

হাসপাতালে অক্সিজেন ও শয্যা সংকট এবং করোনার ব্যাপক সংক্রমণে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে পোস্টগুলো দিয়েছিলেন টুইটার ব্যবহারকারীরা।

এ ছাড়া মহামারির মধ্যে কুম্ভমেলা নিয়ে সমালোচনা করা পোস্টও মুছে দেওয়ার তালিকায় রয়েছে বলে জানা গেছে। তবে পোস্টগুলো ভারতের বাইরের ব্যবহারকারীরা পোস্টগুলো দেখতে পাবেন।

কংগ্রেস মুখপাত্র পাওয়ান খেরা, সাংসদ রেভেন্থ রেড্ডি, পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, এবিপি নিউজ এডিটর পঙ্কজ ঝা, অভিনেতা বিনীত কুমার সিং, চলচ্চিত্র পরিচালক অবিনাশ দাশ এবং সাবেক সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক বিনোদ কাপরির ভেরিফায়েড টুইটার একাউন্টের পোস্টও এই তালিকায় রয়েছে।

হার্ভার্ড ইউনিভার্সিটির বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির একটি প্রকল্প লুমেন-এর ডাটাবেজে ভারত সরকারের কাছ থেকে টুইটারের পাওয়া আদেশের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে কৃষক আন্দোলন নিয়ে সমালোচনাকারী এক হাজার ২০০ টুইটার অ্যাকাউন্ট মুছে দিতে মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষককে অনুরোধ জানায় ভারতের কেন্দ্রীয় সরকার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *