বাংলার ভোটে ফের দুঃসংবাদ। ফের প্রাণ কাড়ল করোনা ভাইরাস৷ প্রয়াত খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তিনদিন ভেন্টিলেশনে থাকার পর আজ, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।ভোটের মরশুমে এ নিয়ে তিনজন প্রার্থীর প্রাণ কাড়ল করোনা। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, দিন কয়েক ধরেই অসুস্থতা অনুভব করছিলেন কাজল সিনহা। উপসর্গ দেখা দিতেই নিভৃতবাসে চলে যান। লালারসের নমুনা পরীক্ষা করেন গত মঙ্গলবার। গত ২১ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ এপ্রিল অবস্থার আরও অবনতি হয়। আজ সকাল সাড়ে নটা পঁয়তাল্লিশ নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
খড়দহের প্রার্থীর মৃত্যুর খবর পৌঁছতেই শোকে মুহ্যমান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে দলীয় পরিবারের সদস্যকে হারিয়ে মমতার লেখেন, “খুবই আকস্মিক এবং দুঃখজনক ঘটনা। তৃণমূলের খড়দহের প্রার্থী কাজল সিনহা প্রয়াত। করোনা আক্রান্ত ছিলেন তিনি। ওঁ জীবন মানুষের জন্য নিবেদন করেছিল। দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করেছেন নির্বাচনের জন্য। তাঁর অভাব অনুভব করব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি।”
এ সতীর্থের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। রাজ টুইটারে লেখেন, “খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা আমাদের মধ্যে নেই। ওনার আত্মার শান্তি কামনা করি। ”
উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ১৬ মে ভোটগ্রহণ এবং ভোট গণনা ১৯ মে। তবে খড়দহের ভোটগ্রহণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
উল্লেখ্য, এর আগে ভোটের দিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তিনিও কোভিড আক্রান্ত। করোনা আক্রান্ত শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। অসুস্থ মানিকতলার প্রার্থী সাধন পাণ্ডেও। একের পর এক প্রার্থীর এহেন শারীরিক অসুস্থতা যে তৃণমূল নেতৃত্বের চিন্তা বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।
নির্বাহী সম্পাদক