করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরীর সাধারণ মানুষের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর চৌহাট্টা, কেন্দ্রীয় শহীদ মিনার, কোর্ট পয়েন্ট, মহাজন পট্টি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীদের এই মাস্ক বিতরণ করেন যুব মৈত্রীর নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ খোকন, সহ সভাপতি সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, নারী বিষয়ক সম্পাদিকা তাহমিনা আক্তার, কার্যকরি সদস্য হিমেল আলম চৌধুরী, শেলি দেব, আফিয়া বেগম প্রমুখ।
মাস্ক বিতরণকালে বক্তারা বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হলে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। তাই নেতৃবৃন্দ সকলকে মাস্ক পরিধান করে চলাচলের আহ্বান জানান। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক