Home » এবার এভারেস্টে পৌঁছালো করোনাভাইরাস

এবার এভারেস্টে পৌঁছালো করোনাভাইরাস

করোনাভাইরাস এবার পৌঁছে গেছে মাউন্ট এভারেস্টে। সর্বোচ্চ ওই পর্বতারোহণে যাওয়া অন্তত একজন আরোহীর দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে। তারা বলছে, এভারেস্টে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া নিশ্চিতভাবেই নেপালের জন্য একটি বড় ধাক্কা। দেশটির অর্থনীতি অনেকাংশে এভারেস্ট পর্যটনের উপর নির্ভরশীল।

মহামারীর কারণে প্রায় এক বছর বন্ধ ছিল মাউন্ড এভারেস্ট। মাত্র কয়েক সপ্তাহ আগে বিশ্বের সর্বোচ্চ এই পাহাড় আবার খুলে দেওয়া হয় পর্বতারোহীদের জন্য। বিবিসি জানিয়েছে, কোভিড-১৯ ‘পজিটিভ’নরওয়ের পর্বতারোহী আরলেন্ড নেসকে আট রাত একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেসের দলের একজন শেরপাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কীভাবে ভাইরাসের কবলে পড়লেন, তা নিশ্চিত হয়ে বলতে পারছেন না নেস। তিনি খুম্বু ভ্যালিতে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি সেখান থেকেই আক্রান্ত হয়েছেন। নিজেকে ভাইরাস আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে ‘খুবই সতর্ক’ ছিলেন নেস। জানিয়েছেন, তিনি বারবার হাত ধুয়েছেন এবং সারাদিন মাস্ক ব্যবহার করতেন।

বিবিসি জানিয়েছে, এভারেস্টের চূড়ার পথে রওয়ানা হওয়ার ছয় দিন পর নেস অসুস্থ বোধ করেন। গত ১৫ এপ্রিল তাকে হেলিকপ্টারে করে উদ্ধার করে আনা হয়। রাজধানী কাঠমাণ্ডুর দুইটি আলাদা হাসপাতালে তাকে তিনবার পরীক্ষা করা হয়। তিনবারই তার পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। হাসপাতালে আইসোলেশনে থাকার পর গত ২২ এপ্রিল নেসকে পুনরায় পরীক্ষা করা হয় এবং তার পরীক্ষার ফল ‘নেগিটিভ’ আসে। বর্তমানে তিনি কাঠমাণ্ডুতে বন্ধুদের সঙ্গে আছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *