এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে নিখোঁজের ৪ ঘন্টা পর সাকি জান্নাত (১২) নামে এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহারবিল ইউনিয়নের মাতামুহুরী নদী পয়েন্টে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু সাকি জান্নাত। পরে চকরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজের চারঘন্টা পর বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত সাকি জান্নাত শাহারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামপুর মাতব্বর পাড়া এলাকার মোরশেদ আলমের কন্যা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল বলেন, বুধবার বেলা ১১টার দিকে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পার্শ¦বর্তী মাতামহুরী নদীতে গোসল করতে যায় শিশু সাকি জান্নাত। দীর্ঘক্ষণ পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হয়। এক পর্যায়ে তার সাথে গোসল করতে যাওয়া অপর এক শিশু সাকি জান্নাত পানিতে ডুবে যাওয়ার বিষয়টি বলার পর স্থানীয় লোকজন নদীতে জাল দিয়ে সাকিকে উদ্ধারে চেষ্ঠা চালায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল চেষ্ঠা চালিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নির্বাহী সম্পাদক