Home » এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত মধ্য খাদ্যসামগ্রী বিতরণ

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত মধ্য খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র রামাদানকে সামনে রেখে নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড, গ্রোসারি সামগ্রী ও মাস্ক। ১২ এপ্রিল সোমবার কুইন্স টুগেদারের উদ্যোগে এস্টোরিয়া ৩৬ অ্যাভিনিউ এলাকায় বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মাঝে বিনামূল্যে এসব সামগ্রি বিতরণ করা হয়।

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এবং সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর মাইকেল জিয়ানারিস ও জেসিকা রামোমস, এসেম্বলী মেম্বার জোহরান কে মামদানী, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন খন্দকার

আবদুল্লাহ, আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে সিটি মেয়র প্রার্থী জেসোউন টেইলর, কুইন্স টুগেদার পরিচালক জর্নাথন ফার্গাস, কুইন্সের ডিস্ট্রিক্ট ২৬ থেকে কাউন্সিল মেম্বার প্রার্থী বদরুন খান, স্টেভেন বাগা, জুলি উওন, অমিত ব্যাগা, ডিস্ট্রিক্ট ২২ থেকে কাউন্সিল মেম্বার প্রার্থী টিফেনি কোবান, যুব নেতা আবু সাইয়েদ, ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, হাজী আব্দুর রহমান, মীর জাকির, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, মোহাম্মদ মির্জা, কমিউনিটি এক্টিভিস্ট শাহ মিজানুর রহমান, মো. হাবিবুর চৌধুরী, মিজানুর রহমান রুবেল, আল আমিন, আবু সোলায়মান, আনোয়ার হোসেন, রিপন আলী, মো. কাউসার, তানিম চৌধুরী প্রমুখ।

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ও
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, পবিত্র মাহে রামাদানকে সামনে রেখে প্রায় আড়াই শ পরিবারের মাঝে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড, গ্রোসারি সামগ্রী, ফেস মাস্ক সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, বেসন, ময়দা, তেল, ছানা, খেজুর সহ হালাল গ্রোসারি সামগ্রী।

করোনা মহামারি শুরুর পর থেকে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়।

তিনি বলেন, করোনায় অসহায় মানুষের জন্য কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। তিনি এ সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ উদ্যোগে সার্বিক সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।মো জাবেদ উদ্দিন সাধারণ সম্পাদক মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *