কবিতাটি লিখেছেন: ইয়াসমিন আক্তার মণি
জাগো নারী জাগো ঘুমিয়ে থেকো না
এখনোও সময় আছে বাঁধন খুলে ফেলো,
নারী তুমি ভাঙ্গছ ক্ষনে ক্ষনে কেনো
বন্ধ করো এ ভাঙ্গন, ছিঁড়ে ফেল বন্ধন।
হে নারী খুলে ফেলো শিকল
দেবী করে তোমাকে করেছে বন্দি,
বাকরুদ্ধ কেনো নারী তুমি
আর কত কাল দেখবে রক্ত চোখু?
জাগো হে নারী জাগো তোমরা
সুর তুলো একই তালে সকল নারী।
রাজপথে নেমে এসে জানাও
তোমাদের সকল দাবী রাষ্ট্রের কাছে,
দেবেনা তোমাদের কেউ শিকল খুলে
খুলে নিতে হবে নিজ অধিকারে।
একই তালে সকল নারী শব্দ তুলো
আর থেমে থেকোনা তোমরা,
সময় পাবে না আর প্রতিবাদের
এখন আর থেমে থেকোনা নারী।
সকলে এসো এক সাথে জানাই
থাকবো না আর পরাধীনতায় বন্দি,
পিপাসার্ত ভয়ংকর নোংরা চোখকে
ভয় করো না আর তোমরা।
সকল নারী এক সাথে বলো তালে তালে
বাঁজাও ঢোল,তবলা সুর তোলে ,
নারী তুমিও মানুষ, কেনো করো ভয়
দেবেনা কেনো সকলে তোমার প্রাপ-
অধিকার?