Home » সিলেটে পুলিশের চেকপোস্ট, যানবাহন অন্য দিনের তুলনায় বেশী

সিলেটে পুলিশের চেকপোস্ট, যানবাহন অন্য দিনের তুলনায় বেশী

লকডাউনের ৮ম দিনে সিলেটে জনসমাগম ও যানবাহন অন্য দিনের তুলনায় কিছুটা বেশী রয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকাল বেলা সিলেট নগরীতে যানবাহনের সংখ্যা কিছুটা বেশী দেখা গেলে বেলা বাড়ার সাথে সাথে পুলিশের চেকপোস্ট বসানোর পর পরই তা কমে যায়। সেই সাথে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বাঁশ টানিয়ে চলছে পুলিশের অভিযান। তবে জরুরী কাজের জন্য যারা বের হচ্ছেন তাদের সার্বিক বিষয় তথ্য নিয়ে পুলিশ ছেড়ে দিতে দেখা গেছে। লকডাউনের সময় বাহির হয়ে অনেকেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। বাহির হওয়ার ব্যাপারে কোন সদুত্তর দিতে না পারায় পুলিশ তাদেরকে বাড়িতে ফেরত পাঠায়। এছাড়া জরুরী কাজ ছাড়া কেউ রিকশা নিয়ে বের হলে পুলিশ রিকশা থেকে যাত্রীদের নামিয়ে দিতেও দেখা গেছে।

বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে সিলেট নগরীর রাস্তায় অন্য দিনের তুলনায় সিএনজি অটোরিকশা, মোটর সাইকেল, প্রাইভেট গাড়ি ও রিকশা দেখা গেছে। সেই সাথে লকডাউন বাস্তবায়নে পুলিশও কঠোর অবস্থান নেয়। যানবাহন আটকে রাস্তায় বের হওয়ার কারণ জানতে চায়। সদুত্তর না পেলেই যাত্রী নামিয়ে দিয়ে মামলা ঠুকে দেয় সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে। সেই সাথে জরিমানাও করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট পরিচালিত হচ্ছে। যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করবেন, মুভমেন্ট পাস না নিয়ে বাইরে বের হবেন এবং স্বাস্থ্যবিধি মানবেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *