চেন্নাই:
মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের কোটা শেষ করে চেন্নাই পাড়ি দিয়েছে দিল্লি ক্যাপিটালস৷ মঙ্গলবার চিপকে গতবারের রানার-আপের সামনে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স৷ রোহিত শর্মার মুম্বই প্রথম থেকেই চিপকে ম্যাচ খেলছে৷ নিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি দিল্লি ও মুম্বই৷
প্রথম তিনটি ম্যাচ চিপকের বাইশ গজে খেলার সুবিধা নিয়ে আজ মাঠে নামবে রোহিত অ্যান্ড কোং৷ প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারলেও পরের দু’টি ম্যাচে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে ছন্দে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ অন্যদিকে এদিন চিপকে ২০২১ আইপিএলে প্রথমবার খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস৷ ঋষভ পন্তের নেতৃত্বাধীন দিল্লি তাদের প্রথম তিনটি ম্যাচ খেলেছেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারে পন্তবাহিনী৷ কিন্তু পরের ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতে আজ মাঠে নামবেন দিল্লি ক্যাপিটালস৷
পাশাপাশি আজকের লড়াই গতবারের দুই ফাইনালিস্টের৷ মরু শহরে ২০২০ আইপিএলে ফাইনালে দেখা হয়েছিল এই দু’দলের৷ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স৷ লিগে এক নম্বরে শেষ করলেও ফাইনালে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সে কাছে হেরেছিল শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস৷ চোটের জন্য এবার আইপিএলে নেই শ্রেয়স৷ ফলে তাঁর পরিবর্তে এবার দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে উঠেছে ঋষভ পন্তের হাতে৷ তিন ম্যাচের মধ্যে দু’টি ম্যাচ জিতে এই মুর্হূতে লিগ টেবলে তিন নম্বরে রয়েছে দিল্লি৷ তবে একই পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মুম্বই৷ কারণ রান-রেটে মুম্বই ইন্ডিয়ান্সকে পিছনে ফেলে তিনে উঠে এসেছে দিল্লি৷
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্ত (ক্যাপ্টেন), মাকার্স স্টওনিস, ললিত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, ক্রিস ওয়াকস, কাগিসো রাবাদা, আবেশ খান ও অমিত মিশ্র৷
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ :কুইন্টন ডি’কক, রোহিত শর্মা (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, ইশান কিশান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, অ্যাডাম মিলনে, জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট৷
নির্বাহী সম্পাদক