অর্থহীন ব্যান্ডের খ্যাতিমান বেস গিটারিস্ট সুমনকে থাইল্যান্ডের সামিতিভেজ হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। তাকে এখন নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে।
সুমন দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত এই হাসপাতা’লে ক্যানসারের চিকিৎসা নিয়ে আসছিলেন।
গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের সদস্য শিশির আহমেদ।
তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য গত বছর সুমনের জার্মানিতে যাওয়ার কথা ছিল। কিন্তু করো’নার কারণে তা আ’ট’কে যায়। পরে তার অ’সুস্থতা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত ব্যাংককে নিয়ে যেতে হয়েছে।
অর্থহীন ব্যান্ড সদস্যরা আরও জানিয়েছেন, সুমনের মেরুদ’ণ্ডে অ’স্ত্রোপচারের জন্য নয়, শারীরিক অবস্থা জানতে ও কিছু নিয়মিত চিকিৎসার নিতে তিনি ব্যাংককে গেছেন। মেরুদ’ণ্ডে সার্জারির জন্য এখনও জার্মানিতে যাওয়ার অ’পেক্ষায় আছেন সুমন। কারণ জার্মানি ছাড়া জটিল ও গুরুতর এই সার্জারি অন্য কোথাও বেশ ঝুঁ’কিপূর্ণ।
বার্তা বিভাগ প্রধান