পূর্ব বিরুধের জের ধরে রাতের আধারে এক মহিলার রোপনকৃত প্রায় ৩৫টি গাছ কেটে ফেলেছে একদলবদ্ধ দুষ্কৃতিকারিরা। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে সিলেটের বিশ^নাথ উপজেলা খাজাঞ্চি ইউনিয়নের রায়পুর গ্রামে। এ ঘটনায় জমির মালিকের স্ত্রী বাদি হয়ে ২জনের নাম উল্লেখ করে আরো ২/৩জনকে অজ্ঞাতনামা রেখে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত হলেন, রায়পুর গ্রামের আছকির আলী পুত্র লিলু মিয়া (৩০) ও জাকারিয়া (২৬)। অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে থানা পুলিশ লিলু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযোগ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সাথে বাদিনীর জমিজমা সংক্রান্ত পূর্ব বিরুধ রয়েছে। বাদিনীর স্বামী প্রবাসে থাকায় অভিযুক্তরা হর হামেশাই নানাভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছে। তারা গায়ের জোর দেখিয়ে গত ১৫/০৪/২০২১ইং বৃহস্পতিবার বিকেলে প্রকাশ্যে গাছ কেটে ফেলার হুমকি দেয় এবং ওইদিন রাতেই বাদীনির একটি নতুন ভিটায় রোপনকৃত কদম ও মেহেগুনি জাতের প্রায় ৩৫ টি গাছ কেটে ফেলে দূবৃত্তরা। বাদিনী নিরুপায় হয়ে তার স্বাভাবিক জীবন যাপনের লক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য থানা পুলিশের আশ্রয় নিয়ে ওই দিনই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা মামলার খবর পেয়ে আবারও পরের দিন (রবিবার) দিনগত রাতে ৩০ হাজার টাকা মুল্যে বাকি গাছগুলো কেটে ফেলে। বিষয়টি থানা পুলিশকে জানালে থানার ওসি শামিম মুসা টহলরত এসআই জয়ন্ত সরকারকে নির্দেশ দিলে তিনি আসামিকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শংকরচন্দ্র বিষয়টি আপোষে মিমাংসার চেষ্টা করছেন।
This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.