রংপুরের ১৬ জন বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ডু নেশনস। রংপুরের বদরগঞ্জে গ্লোরি ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত বৃদ্ধাশ্রমের মায়েদের ১ মাসের খাবারের ব্যয়ভারের দায়িত্ব নেন ডু নেশনস। শনিবার গ্লোরি ফাউন্ডেশনের প্রধান নির্বাহি মারুফ কেইনের হাতে ডু নেশনস পক্ষে একমাসের খরচের টাকা তুলে দেন ফ্লোরা পাহান। এসময় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলে মানবতার ফেরিওয়ালা খ্যাত মাহতাব লিটন।
দেশের বিশিষ্ট বিজ্ঞাপন নির্মাতা ও বাচিক শিল্পী সৈয়দ আপন আহসান ও তার বন্ধুদের উদ্যোগে পরিচালিত ডু নেশন এর আগেও এ বৃদ্ধাশ্রমের মায়েদের খাবারের ব্যবস্থা করেন। এছাড়াও ডু নেশন রংপুর অঞ্চলে শীত, বন্যা ও কোভিড-১৯ এবিপদাপন্ন মানুষের মধ্যে সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী ব্যক্তি, হোটেল শ্রমিক, ভ্যান ও অটোরিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, রেল স্টেশনের কুলি, মুচি, মধ্যবিত্ত পরিবার ও সংবাদকর্মীদের সহায়তা করে।
নির্বাহী সম্পাদক