চট্টগ্রামের বাঁশখালীতে গুলি করে ৫ শ্রমিক হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,সিলেট জেলা সংসদ।।সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩ টার সময় তারা সমাবেশ করে।
সমাবেশে ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো নাবিল এইচের সঞ্চালনায় ও সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের সভাপতি হাসান বক্ত চৌধুরী কাউছার,কোষাধ্যক্ষ মোহামিনুল ইসলাম মাহিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বাঁশখালীতে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানান।।তারা বলেন শ্রমিক যখন ক্ষুধার জ্বালায় মরে তখন মালিক শ্রেণীর লোকের তাদের দিকে বন্দুকের নল ঠেকিয়ে ক্ষুধার স্বাদের জায়গায় মৃত্যুর স্বাদ দিয়ে দেন।
তারা আরো বলেন,এদেশ শ্রমিকের দেশ না।এদেশ যদি শ্রমিকের হতো তাহলে বাঁশখালীতে তরতাজা ৫ টি প্রাণ ঝরত না।
বার্তা বিভাগ প্রধান