সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিব বাড়ির পবিত্র ৫১টি সতীপীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ মন্দির স্থানে ১৯, ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য বাৎসরিক পূজা অনুষ্ঠান শুধুমাত্র নিয়ম মাফিক পূজা ব্যতিত অন্য সকল আনুষ্ঠানিকতা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৈশি^ক মহামারী ভয়াবহ করোনাভাইরাস সংক্রমনের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকল ভক্তবৃন্দ ও অনুরাগীকে নিজ নিজ ঘরে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।