Home » কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন এসপি নাইমুল হক

কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন এসপি নাইমুল হক

জাহাঙ্গীর আলম শামস: কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক হিসেবে যোগদান করেছেন এসপি নাঈমুল হক নিপুন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি আনুষ্টানিক ভাবে যোগদান শেষে দায়িত্ব গ্রহন করেছেন। এর আগে তিনি বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেন।

গত ২২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ধঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৫জন একই পদমর্যাদার বিসিএস (পুলিশ) ক্যাডারকে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পদায়ন করেছেন।

আর আগে অধিনায়ক এসপি আতিকুর রহমানকে ১৪ এপিবিএন থেকে বদলি করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *