Home » কবিতা: হে অন্তর্যামী

কবিতা: হে অন্তর্যামী

 -ওয়ারদাতুল জিনান

তোমারি পানে দুহাত তুলেছি
ক্ষমা করো হে নিখিলপতি,
পাপী- তাপী অতি নগণ্য আমি
তুমি যে দয়াময়, হে মহাজ্ঞানী।

ফুলে ফলে সুশোভিত এই অবনী
পাখির কন্ঠে সুললিত ধ্বনি,
গগনে খচিত তারকারাজি
সৃজিলে সবই- তুমি অধিপতি।

তোমার ইশারায় চলে পৃথিবী
উঠে রবি- শশী, হয় দিবা- নিশি,
তোমারি কৃপায় ধন্য আমি
তোমারি চরণে হৃদয় সঁপেছি।

ফিরিয়ে দিওনা ওহে কৃপানিধি
তোমারি কৃপায় দাও মোরে ভরি,
তোমারি আরশে রেখো নিরবধি
তুমি প্রভু মোর -হে অন্তর্যামী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *