Home » করোনায় সাংবাদিক মৃত্যুর দিক থেকে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ

করোনায় সাংবাদিক মৃত্যুর দিক থেকে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ

সম্প্রতি বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা জেনেভাভিত্তিক সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসে সাংবাদিক মৃত্যুর দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ।
১৩ এপ্রিল প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়- বিশ্বব্যাপী ৭৪ টি দেশে করোনায় এক হাজারেরও বেশি সাংবাদিক মারা গেছেন। প্রতিদিন গড়ে ২.৫ জনের বেশি সাংবাদিক মারা যাচ্ছেন।
এতে বলা হয়- গত বছরের মার্চের ১ তারিখ থেকে এ বছরের ১০ এপ্রিল পর্যন্ত বিশ্বের ৭৪টি দেশে ১,০৬০ জন সাংবাদিক মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। এ বছরের মার্চ ছিল সবচেয়ে রক্তাক্ত। মোট ৯৩ জন সাংবাদিক ওই মাসে মারা যান।
সাংবাদিক মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষ ২০ দেশ-  ব্রাজিল ১৭২, পেরু ১৩৮, মেক্সিকো ৯৩, ভারত ৬৩ , ইতালি ৫১, বাংলাদেশ ৪৮, যুক্তরাষ্ট্র ৪৬, ইকুয়েডর ৪৫,
কলম্বিয়া ৪০, যুক্তরাজ্য ২৮, ডমিনিকান রিপাবলিক ২৭, পাকিস্তান ২৫, তুরস্ক ২১, ইরান ২১, পানামা ১৬, রাশিয়া ১৫, স্পেন ১৫, ভেনেজুয়েলা ১৫, বলিভিয়া ১৪,
ইউক্রেন ১৪

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *