১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ ছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু হুট করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকালে রাজধানীর স্পেশালাইজড একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
আকরাম খানের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হলেও ভালোই ছিলেন তিনি। কিন্তু কয়েকদিন ধরে কাশি বেড়ে গেছে। বিশেষজ্ঞ ডাক্তার বেশ কিছু টেস্ট করানোর পর সাবেক এই অধিনায়ককে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন।
স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন আকরাম খান। চিকিৎসকরা জানিয়েছেন, আকরামের ফুসফুস ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক আছে।
বার্তা বিভাগ প্রধান