সুনামগঞ্জের ধর্মপাশা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. খালেদ চৌধুরী। রোববার (১১ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ সুপার মিজানুর রহমান এক আদেশে তাকে ধর্মপাশা থানায় বদলি করেন। পুলিশ সুপার নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
হেফাজতে ইসলামের তাণ্ডবের ছবি ফেসবুকে শেয়ার করার অপরাধে গত মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিক উপকমিটির সম্পাদক আফজল খানকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অবরুদ্ধ করে ধর্ম অবমাননার অভিযোগ এনে লাঞ্ছিত করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেনের চাচাত ভাই আল মোজাহিদ তার সমর্থকদের নিয়ে আফজল খানকে লাঞ্ছিত করেন। গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রলীগ নেতাকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক ক্ষমা চাওয়ায়।
এ ঘটনার পর রাতে ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় এর আগে আরও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
বার্তা বিভাগ প্রধান