সুনামগঞ্জ ছাতকে সড়ক দুর্ঘটনায় রেনু ইসলাম (২২) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা (খালপাড়) গ্রামের রাহিম উদ্দিনের ছেলে ও ছাতক সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।
রবিবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে কালারুকা বাজার থেকে বাইসাইকেল চালিয়ে তার বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালপাড় ব্রীজ থেকে নিচে পরে মারাত্মক আহত হন। পরে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম।