নভেল করোনাভাইরাসের চীনের টিকাগুলোর দুর্বলতার এক বিরল স্বীকারোক্তি দিয়ে দেশটির শীর্ষস্থানীয় রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ বলছেন, চীনা টিকাগুলোর কার্যকারিতা কম। একইসঙ্গে সরকার টিকার কার্যকারিতা বৃদ্ধির জন্য তাদের দেশীয় টিকাগুলো মিশ্রণের বিষয়টি বিবেচনা করছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনবিসি এ খবর জানিয়েছে।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে গত শনিবার এক সম্মেলনে চীনের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) পরিচালক গাও ফু বলেন, ‘চীনের টিকাগুলোর উচ্চ সুরক্ষা হার নেই।’
পূর্বের পরীক্ষামূলক মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রক্রিয়া ব্যবহার করে তৈরি ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকার কার্যকারিতা সম্পর্কে সন্দেহ প্রচার করার চেষ্টা করার সময় বেইজিং বিদেশে নিজেদের কয়েকশ মিলিয়ন ডোজ টিকা বিতরণ করেছে।
গাও ফু বলেন, ‘টিকাদান প্রক্রিয়ার জন্য আমাদের বিভিন্ন প্রযুক্তিগত পদ্ধতিতে তৈরি টিকাগুলো ব্যবহার করা উচিত কি না, তা এখন আনুষ্ঠানিকভাবে বিবেচনার মধ্যে রয়েছে।’
এদিকে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে চীনা কর্মকর্তারা গাও ফুর মন্তব্য বা সরকারি পরিকল্পনার সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে প্রশ্নের সরাসরি জবাব দেননি।
তবে, সিডিসির অপর এক কর্মকর্তা বলেন, বিশেষজ্ঞেরা এমআরএনএ ভিত্তিক টিকা নিয়ে কাজ করছেন।
বিশেষজ্ঞেরা বলছেন, টিকাগুলো মিশ্রণ বা অনুক্রমিক টিকাদান রোগ প্রতিরোধ কার্যকারিতা বাড়িয়ে তুলতে পারে।
যুক্তরাজ্যের গবেষকেরা ফাইজার-বায়োএনটেক এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার একটি সম্ভাব্য সংমিশ্রণের বিষয়ে গবেষণা করছেন।
সূত্র: এনটিভি
প্রতিনিধি