Home » বঙ্গ সফরে রাহুল গান্ধী, প্রচার করবেন উত্তরবঙ্গে

বঙ্গ সফরে রাহুল গান্ধী, প্রচার করবেন উত্তরবঙ্গে

কলকাতা :

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে এবার দেখা যায় নি রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল। তবে জল্পনা কাটিয়ে এবার পঞ্চম দফা নির্বাচনের আগে প্রচারে দেখা যাবে এই কংগ্রেস নেতাকে। আগামী ১৪ এপ্রিল অর্থাৎ ১৪ই এপ্রিল রাজ্যে আসছেন রাহুল।

সেই দিন উত্তরবঙ্গের গোয়ালপোখরে দুপুর আড়াইটের সময় তিনি সভা করবেন। এরপর উত্তরবঙ্গে কার্যত কংগ্রেসের হয়ে প্রচার করে মাটিগাড়া-নকশালবাড়িতে সভা করবেন তিনি। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর উত্তরবঙ্গে দুটি সভা করবেন রাহুল গান্ধী।

চার রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রচারে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর দিদি প্রিয়াঙ্কা গান্ধীর। কিন্তু তাঁর স্বামী রবার্ট ভডরা করোনা আক্রান্ত হওয়ায়, কার্যত হোম আইসোলেশনে থাকতে হয়েছে প্রিয়াঙ্কা। ফলে রাজনৈতিক প্রচারসূচি বাতিল করতে বাধ্য হন তিনি।

এবার সেই খামতি কিছুটা পূরণ করতে রাজ্যে আসছেন রাহুল। পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচন শেষ হয়েছে ১ই এপ্রিল। পঞ্চম দফার ভোট ১৭ই এপ্রিল। পঞ্চম দফার ভোটপ্রচারের শেষ দিনেই রাজ্যে আসছেন রাহুল।কোচবিহারের শীতলকুচিতে চতুর্থ দফায় হিংসাত্মক ঘটনার রেশ ধরে পঞ্চম দফায় ৭২ ঘণ্টা আগে ভোটপ্রচার বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কিন্তু এতদিন কেন দেখা যায়নি গান্ধী পরিবারের কোনও সদস্যকে। প্রশ্ন উঠছে। তারই ব্যাখ্যায় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন কেরলের রাজনৈতিক সমীকরণের গতিপ্রকৃতি না দেখে পশ্চিমবঙ্গে আসতে স্বস্তি বোধ করছিলেন না রাহুল। কারণ একদিকে কেরলে সিপিএম ও কংগ্রেস সম্মুখ সমরে ছিল। আবার পশ্চিমবঙ্গে সেই সিপিএমের হাত ধরেই জোটে গিয়েছে কংগ্রেস। তাই কেরলের ভোট শেষ হতেই রাজ্যে আসছেন রাহুল।

বাংলার ভোট এবার আট দফায়। ইতিমধ্যেই রাজ্যে চার দফার নির্বাচন শেষ হয়েছে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হয়। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে। বাংলায় তিন দফার ভোটেই বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। রক্ত ঝরেছে, মৃত্যু হয়েছে। এক পরেও নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে কমিশন। রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *