Home » হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় উজ্জ্বল মিয়া গ্রেপ্তার

হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় উজ্জ্বল মিয়া গ্রেপ্তার

গ্রেপ্তার উজ্জ্বল মিয়া (২৮) চুনারুঘাট পৌরসভার বাগানবাড়ি এলাকার সিরু মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ওসি আজমীরুজ্জামান বলেন, মেয়েটির বাবা উজ্জ্বলকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রেমা-কালেঙ্গা এলাকা থেকে রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে।
১১ বছর বয়সী মেয়েটি পরিবারের সঙ্গে চুনারুঘাটে সরকারের একটি আশ্রায়ন কেন্দ্রে থাকে। গত ২ ও ৩ মে বাবা-মা হাওরে কাজে গেলে উজ্জ্বল কৌশলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
ওই ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। চুনারুঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজল মিয়া তখন সালিশ বসিয়ে ২০ হাজার টাকায় রফা করে দেন।
এ ধরনের অভিযোগে আইনে আপসের সুযোগ নেই। তারপরও সালিশে কেন রফার ব্যবস্থা হল জানতে চাইলে কাজল মিয়া বলেন, “মেয়েটির পরিবার দরিদ্র। মামলা দিয়ে তারা কোনো ফায়দা পাবে না। তাই চিকিৎসার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
এদিকে যথাযথ চিকিৎসা না হওয়ায় মেয়েটি আরও অসুস্থ হয়ে পড়লে বিষয়টি ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মীদের নজরে আসে। তারা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
ওসি আজমিরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা মিলেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর কাজলের ব্যপারেও তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *