Home » করোনায় ৫২ জন মৃত্যু ,নতুন আক্রান্ত ৭০৭৫ জন

করোনায় ৫২ জন মৃত্যু ,নতুন আক্রান্ত ৭০৭৫ জন

অনলাইন ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ৩১৮ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে আরও সাত হাজার ৭৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ছয় লাখ ৪৪ হাজার ৪৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৯৩২ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ৫৫ হাজার ৪১৪ জন করোনা থেকে সুস্থ হলো।আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২৭টি ল্যাবে ৩০ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ৯৭৯টি। এ পর্যন্ত দেশে মোট ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় নতুন ৫২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ১৮ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার চারজন ও নারী দুই হাজার ৩১৪ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন,  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন ও ষাটোর্ধ্ব ৩২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের একজন,  খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৫০ জন ও বাড়িতে দুইজন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ। গত বছরের ৩০ জুন একদিনে সর্বাধিক ৬৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *