এদিকে করোনার মারাত্মক ঝুঁকিতে রয়েছে সিলেটে। করোনায় আক্রান্তের পাশপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্তদের মধ্যে ৫০জন শনাক্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৪জন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯১ জনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগে ১৭৮জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে সিলেটে ১৭৪, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারের ৩জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭১৩জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৩জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৩৪জন। রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১০জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৪০জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
রবিবার (৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার হাজার ৭১৩জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৯৭৯জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৮জন, হবিগঞ্জে ২ হাজার ৬৯জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বার্তা বিভাগ প্রধান