সিলেটে করোনাভাইরাসের সংক্রমণে সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা।ইতোমেধ্য সিলেট জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নতি করা হয়েছে।
সিলেটের বাজারে স্বাস্থ্য বিধি কেউ মানতে চান না। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে গেলেও তাতে কাজ হচ্ছে না। তবুও সিলেটে কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা মোতাবেক সিলেটে প্রশাসনের পক্ষ থেকে করোনা মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সিলেটজুড়ে করোনা সংক্রমণ রোধে (১লা এপ্রিল) বৃস্পতিবার থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৮ টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, অতিরিক্ত দায়িত্বে) আ.ন.ম. বদরুদ্দোজা। তিনি বলেন, এছাড়াও পর্যায়ক্রমে কমিউিনিটি সেন্টার, পার্টি সেন্টার বন্ধের ঘোষণাও দেয়া হবে।
বার্তা বিভাগ প্রধান