বুধবার রাত দুইটার দিকে মেলা প্রাঙ্গণের কর্মকর্তাদের কাছে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্নলতা রায় মুটোফোনে মেলা বন্ধের নির্দেশ দেন। সাথে সাথে তড়িঘড়ি করে টিনের বেড়া জাল দিয়ে সামনের প্রধান ফটকে প্রতিবন্ধকতা তৈরি করা হয় ।
ডিসি অফিসের একটি সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন।
১০ দিন আগে মেলা বন্ধের নির্দেশ আসার কথা ছিলো বলে শুনেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ও মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্লাহ তাহের। তিনি বলে ছিলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করার হয়েছে। মেলা বন্ধে এবং জনসমাগম রোধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রথম ফটকে টিনের বেড়া জাল দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে ।
সোমবার (২৯ মার্চ) প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধসহ রাত ১০টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতেও বলা হয়েছে।
বার্তা বিভাগ প্রধান