Home » সিলেটে কোয়ারেন্টিন থেকে পলায়ন, দুই যুক্তরাজ্য প্রবাসীর সাজা

সিলেটে কোয়ারেন্টিন থেকে পলায়ন, দুই যুক্তরাজ্য প্রবাসীর সাজা

সিলেট নগরে কোয়ারেন্টাইন ভঙ করার দায়ে দুইজন লন্ডন ফেরত যাত্রীকে জেল-জরিমানা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১০টায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোয়ারেন্টাইন ভঙ করার অপরাধে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডিতরা হলেন- মোঃ আব্দুন নূর (৪২), পাসপোর্ট নং- GBR123687684, সাং-গয়াসপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ বর্তমানে-পাহাড়িকা আবাসিক এলাকা, জিয়া উদ্দিন রোড, (কাস্টমস কর্মকর্তা সুন্দর আলী সাহেবের সামনের বাসা), থানা-এয়ারপোর্ট, সিলেট এবং আলম হাসান রউফ (৩৬), পাসপোর্ট নং- GBR511705866, মোবাইল নং-০১৩০৫৮৮০৬২২।

পুলিশ জানায়, গত ২২ মার্চ লন্ডন থেকে আগত ১৪০ জন যাত্রী সরকারি নির্দেশনা মোতাবেক ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানের জন্য নগরীর হোটেল স্টার প্যাসিফিক ৭০৩ ও ৭০৪ নং রুম থেকে ২৯ মার্চ রবিবার ৭ দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন।
কিন্তু দণ্ডপ্রাপ্ত এই দু’জন কোয়ারেন্টাইন ভঙ্গ করে মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল আসার পূর্বেই জোরপূর্বক হোটেল হতে চলে যান।

পরে সন্ধ্যর দিকে হোটেলে ফিরে আসলে এসএমপি কোতোয়ালি থানা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাদেরকে দণ্ড প্রদান করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *