Home » টানা দ্বিতীয় দিন ৫ হাজারেরও বেশি রোগী, আজও ৪৫ জনের মৃত্যু

টানা দ্বিতীয় দিন ৫ হাজারেরও বেশি রোগী, আজও ৪৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে টানা দ্বিতীয় দিনের মত পাঁচ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ৫,০৪২। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪৫ জনের।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন সোমবারও করোনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। ওই দিন দেশে ৫ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

মঙ্গলবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৪ জন। এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জন।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *