২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইউএনও পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলের সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,ওসি মো. আব্দুল লতিফ তরফদার, মহলি ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস ছোবাহান আখঞ্জি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক থানা কমান্ডার রৌজ আলী, সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ফুল ও সম্মাননার অর্থ তুলে দেয়া হয়।