আজ ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাংলাদেশের স্বাধীনতার ৫০ পুর্তি উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে সিলেট জেলা প্রশাসক কার্যালয় ও সিলেট পুলিশ লাইন্স এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পুলিশ লাইন্স এ শহীদ পুলিশ মুক্তিযুদ্ধা স্মৃতিসৌধে এবং শহীদ পুলিশ সদস্যদের গণকবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সঞ্চয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ সহ এসএমপি’র উর্ধ্বতন কর্মকতাগন উপস্থিত ছিলেন।
প্রতিনিধি