অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার, তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন মেয়ে শেখ রেহানা। আজ শুক্রবার ঢাকায় জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব চিরন্তন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ পুরস্কার হস্তান্তর করেন।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১০ দিনের অনুষ্ঠানের সমাপনীতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রেহানা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণের পর ‘মুজিব চিরন্তন’ স্মারক মোদির হাতে তুলে দেন।
মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন করে দেশটির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উত্তরণে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু ২০২০ সালের গান্ধী পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কারের অর্থমূল্য এক কোটি রুপি। সঙ্গে দেওয়া হয় মানপত্র ও ঐতিহ্যপূর্ণ হস্তশিল্পসামগ্রী।
১৯৯৫ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। অতীতে গান্ধী শান্তি পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার, নেলসন ম্যান্ডেলা, আর্চবিশপ ডেসমন্ড টুটু, রামকৃষ্ণ মিশন এবং বাংলাদেশের গ্রামীণ ব্যাংক।
প্রতিনিধি