রাজশাহীতে ভয়বাহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে জুমার নামাজের সময় রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালিতে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। কাটাখালী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে ১১ জন এবং হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা পুলিশের এ কর্মকর্তা।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক ঘটনাস্থল থেকে জানান, একটি মাইক্রোবাস ও হিউম্যান হলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মাইক্রোবাসের আগুন হিউম্যান হলারেও ছড়িয়ে পড়ে।
এ সময় আগুনে পুড়ে অনেকেই মারা যান। বেশ কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
সূত্র: যুগান্তর
প্রতিনিধি