সিলেট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান সর্বশেষ মামলা থেকেও জামিন পেয়েছেন। আজ বুধবার সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা থেকে জামিনে পাওয়ায় তিনি এখন সকল মামলা থেকে জামিনে মুক্ত। তাঁর বিরুদ্ধে অর্ধশত মামলা ছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল আজাদ রানা।
জানা গেছে, বিগত দিনে সিলেটে বিএনপির যেকোন আন্দোলনে এডভোকেট শামসুজ্জামান জামান বেশ সক্রিয় ছিলেন। যার কারণে তার বিরুদ্ধে সিলেট মহানগরের বিভিন্ন থানায় ৫০টি মামলা হয়েছিল। এতে দীর্ঘদিন তিনি যুক্তরাজ্যেও ছিলেন।বিএনপি নেতা জামানের মামলার আইনজীবী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম ফয়েজ বলেন, আজ সর্বশেষ মামলায় তিনি (জামান) জামিন পেয়েছেন। মামলা পরিচালনায় সিলেটের শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে তিনি উচ্চ আদালত থেকেও বেশ কয়েকটি মামলার জামিন পেয়েছেন বলে জানান এডভোকেট ফয়েজ।
সিলেটভিউ
প্রতিনিধি