বাংলাদেশ সচিবলায়ে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী।
সভা পরিচালনা করেন ঐক্য পরিষধের অতিরিক্ত সহসভাপতি জামশেদ আলম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. খাইরুল আলম। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বাাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় আমাদের বিশাল কিছু পাওয়া, বিশাল কিছু অর্জন যার তুলনা হয়না। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার লক্ষ্য ও মর্যাদা রক্ষা করতে হবে। আমরা তার সাথে ছিলাম, আছি এবং থাকব।