Home » শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরীর ইন্তেকাল

শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ, সুমামগঞ্জের দিরাই ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সত্তরের দশকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নান চৌধুরী ইন্তেকাল হইয়াছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২২ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১২টায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। তিনি কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অনেক আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও গুনগ্রাহী রেখে গেছেন আব্দুল হান্নান চৌধুরী৷ আগামীকাল সকাল ৯টায় মরহুমের গ্রামের বাড়ী দিরাই উপজেলার তাড়ল ঈদগাহ মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় দিরাই পৌরশহরের বিএডিসি মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হবে। উল্লেখ্য প্রতিষ্ঠাকাল থেকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত দিরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন আব্দুল হান্নান চৌধুরী। তিনি দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরীর চাচা।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *