Home » রমজানের শুরুতে বাজারে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ-কাঁচামরিচ

রমজানের শুরুতে বাজারে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ-কাঁচামরিচ

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:

বিভিন্ন অজুহাতে পেঁয়াজের সরবরাহ কমিয়ে বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আর এই সংকটকে কাজে লাগিয়ে একটি সিন্ডিকেট ইচ্ছে মতো দামে বিক্রি করছে পেঁয়াজ। পবিত্র রমজানে  কিছু অসাধু  ব্যবসায়ী এই ফায়দা-লুটে নিচ্ছেন। নগরীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, একমাত্র চাল ছাড়া সব ধরনের পণ্যের দাম বেড়েছে গত এক সপ্তাহের ব্যবধানে। ১৮-২২ টাকা কেজি দরের পেঁয়াজ  ৩০ থেকে ৩৪ টাকা। দেশে এখন পেঁয়াজের মৌসুম। সেই পেঁয়াজ নিয়েও উদ্বিগ্ন কৃষকরা। বাম্পার ফলন হওয়ায় তারা দামও কম পাচ্ছেন।  সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের কথা উল্লেখ করে রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে জানানো হয়েছে। কিন্তু শুরুতেই পেঁয়াজ-কাঁচামরিচের  দাম বেড়ে যাওয়ায় শঙ্কিত সাধারণ মানুষ। বাড়ছে সব ধরনের পণ্যের দাম।  পর্যাপ্ত মজুদ রয়েছে- সরকারের পক্ষ থেকে বারবার এ তথ্য জানানো হলেও তা কাজে আসছে না।
কাঁচামরিচের বাজারেও এর ভিন্নতা নেই।সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজিতে ৩০ টাকা নির্ধারণ করা হলেও বাজার বেহাল। অসাধু ব্যবসায়ীরা  কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা  দরে বিক্রি করছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। রমজানের শুরুতে বাজারের এই উত্তাপে শংকিত সাধারণ মানুষ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *