Home » ভারতে ধর্ষণ চেষ্টাকালে এক পুরুষের যৌনাঙ্গ কেটে নিলেন নারী

ভারতে ধর্ষণ চেষ্টাকালে এক পুরুষের যৌনাঙ্গ কেটে নিলেন নারী

অনলাইন ডেস্ক:

ভারতে ধর্ষণ চেষ্টাকালে এক পুরুষের যৌনাঙ্গ কেটে নিয়েছে এক নারী। দেশটির মধ্য প্রদেশের সিধি জেলায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শনিবার পুলিশ এ খবর জানায়। অভিযুক্ত আহত পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, সিধি জেলার উমারিহা গ্রামে বৃহস্পতিবার রাত ১১টায় ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি এক নারীর ঘরে প্রবেশ করেন। এ সময় নারীর স্বামী ঘরে ছিলেন না। ওই নারী আর তার শিশুপুত্র ছিল ঘরে। লোকটি ঘরে ঢুকে নারীর প্রতি চড়াও হওয়ার চেষ্টা চালালে শিশুটি ভয় পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। প্রায় ২০ মিনিট ধরে ভুক্তভোগী নারী নিজেকে রক্ষা করার চেষ্টা চালান। এক পর্যায়ে খাটের তলায় রাখা একটি ধারালো অস্ত্র বের করে পুরুষটির যৌনাঙ্গে আঘাত হানেন।

স্থানীয় থানায় ওই নারীর অভিযোগের কথা উল্লেখ করে পুলিশের এসআই ধর্মেন্দ্র সিং রাজপুত এসব কথা জানান।তিনি জানান, ওই নারী প্রথমে ঘরে চোর ঢুকেছে বলে মনে করেন। এ সময় তার ১৩ বছর বয়সী ছেলে ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরে রাত দেড়টার দিকে ওই নারী থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানালে পুলিশ আহতকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *