সিলেট মেট্রোপলিটন পুলিশ এর মোগলাবাজার থানার প্রাঙ্গণে মোগলাবাজার থানার মার্চ-২০২১ মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) জনাব এহসান চৌধুরী পিপিএম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সোহেল রেজা পিপিএম, মোগলাবাজার থানার অফিসার ফোর্স সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ তাদের কোন অভিযোগ না থাকায় কোন বক্তব্য উপস্থাপন করেননি। উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের কোন প্রশ্ন ও অভিযোগ না থাকায় মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ ও থানায় কর্মরত অফিসার ফোর্সদের ধন্যবাদ জানান। তিনি বলেন থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার কারণে আজকের অনুষ্ঠানে কারো কোন বক্তব্য নেই। স্থানীয় জনসাধারণের অভিযোগ থাকুক বা না থাকুক প্রতি মাসের ১৮ তারিখে মোগলাবাজার থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি