Home » কোভিড-১৯: করোনায় ১৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৮৭ জন

কোভিড-১৯: করোনায় ১৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৮৭ জন

অনলাইন ডেস্ক

: কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬২৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ১৮৭ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৩৪ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ১৭ হাজার ৫২৩ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ২০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ২১২টি। এ পর্যন্ত দেশে মোট ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৬ জন মৃতের মধ্যে পুরুষ ১২ জন ও নারী চারজন। দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে ছয় হাজার ৫২১ জন ও নারী দুই হাজার ১০৩ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন। সবাই হাসপাতালে মারা গেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *