নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া: শত এতিমকে খাইয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর পালন করলেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন।
বুধবার (১৭ মার্চ) দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় করিম সুপার মার্কেটে এ আয়োজন করা হয়। এ সময় পবিত্র কোরআন শরিফ খোতম শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, করিম সুপার মার্কেটের কর্ণধার স্বপন ভুইয়া, বাইপাইল পাইকারী কাপরের নিউ মার্কেটের চেয়ারম্যান আওলাদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম হোসেন, শেখ মনির হোসেন, লোকমান হোসেন খোকা চৌধুরী ও নাজমুল হোসেন ভুইয়া সহ আরও অনেকে।
লায়ন মোঃ ইমাম হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে এতিম অসহায়দেরকে নিয়ে আমি এবার একটু ব্যতিক্রম ধর্মী আয়োজন করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর একশত এক তম জন্মশত বার্ষিকী উপলক্ষে একশত একজন এতিমকে দিয়ে দুই বার পবিত্র কোরআন শরীফ খোতম করিয়েছি। তাদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর মাগফিরাত ও জননেত্রী শেখ হাসিনার র্দীঘায়ু ও সুস্থতার জন্য মিলাদ মাহফিল ও দোয়া করেছি। সকল এতিমদেরকে দুপুরের খাবার খাইয়েছি ও তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।
এ সময় বঙ্গবন্ধুর মাগফিরাত ও জননেত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘায়ু কমনা করে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে উপস্থিত এতিমদের মধ্যে খাবার ও ফুল বিতরণ করা হয়।