জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের দোয়া ও আলোচনা সভা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ মার্চ সন্ধ্যা ৭.০০ টায় সংসদের কার্যালয় শহরের ওসমানী রোডস্থ নবীগঞ্জ প্লাজায় সংসদের সভাপতি মুহিতুর রহমান রনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খাঁন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জামশেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মহিনুর রহমান ওহি এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্মৃতি সংসদের নেতা শাহীন আহমেদ, মোজাম্মেল হুসেন, শাহজাহান তালুকদার, হেলাল আহমেদ, সাজু আহমেদ হৃদয়, নুরুল হাসান চৌধুরী পলাশ, আউশকান্দি ইউনিয়ন স্মৃতি সংসদের সভাপতি মোঃ রায়হান শাহরিয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, ইউনিয়ন স্মৃতি সংসদের নেতা জিলাদ আহমেদ, রুহুল আমিন, মোঃ সোয়েব আহমেদ, মোঃ জামিল মিয়া, মোঃ সবুজ মিয়া, আব্দুল মনাফ, মোঃ রুমান উদ্দিন, মকবুল হোসেন, মোঃ তারেক মিয়া, মোঃ মোস্তফা, লিংকন আহমেদ, মোঃ সিলোয়ার হোসেন, স্বপন রবি দাস প্রমূখ। দোয়া পরিচালনা করেন মোঃ তারেক মিয়া।